সাহিত্য ব্যঞ্জন প্রকাশন

মানব জীবনে বই পরম বন্ধু। জ্ঞানার্জনের অন্যতম প্রধান মাধ্যম বই। কিন্তু বর্তমান ডিজিটাল সময়ে বই সংগ্রহ কিংবা পাঠে পাঠকের যেমন অনীহা, তেমন বই প্রকাশেও তৈরি হচ্ছে নানা জটিলতা। এজন্য অবশ্য অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক নানা বিষয় ছাড়াও মানহীন পাণ্ডুলিপি প্রকাশ সহ বিতর্কিত বই প্রকাশ প্রক্রিয়া ও অসুস্থ প্রতিযোগিতা অনেকাংশে দায়ী। যা কঠোরভাবে অসমর্থন করে সাহিত্য ব্যঞ্জন। এ সকল জটিলতা ও সমস্যা কাটিয়ে সহজ উপায়ে মানসম্মত বই প্রকাশ এবং পাঠকের হাতে পৌছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সাহিত্য ব্যঞ্জন প্রকাশন। ঝামেলহীন বই প্রকাশের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে, বিশেষ করে নবীন লেখক এবং পাঠক তৈরির এক অনন্য প্লাটফর্ম সাহিত্য ব্যঞ্জন। পাণ্ডুলিপি নির্বাচন থেকে শুরু করে সুন্দর প্রচ্ছদে মলাটবন্দি পর্যন্ত প্রতিটি কাজ দক্ষতার সাথে সু-সম্পন্ন করে গুণে-মানে অনন্য শৈল্পিক বই প্রকাশে লেখক-পাঠক উভয়ের আস্থা অর্জনে বদ্ধ পরিকর সাহিত্য ব্যঞ্জন।